কক্সবাজারে পর্যটকদের ঢল: হোটেলে রুম না পেয়ে সৈকতের চেয়ারে রাত্রিযাপন

কক্সবাজারে পর্যটকদের ঢল: হোটেলে রুম না পেয়ে সৈকতের চেয়ারে রাত্রিযাপন



এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি:

সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের আনাগোনায় মুখরিত। কিন্তু হোটেল-মোটেলে রুমের অভাব দেখা দিয়েছে। হাজার হাজার পর্যটককে বালুচরে রাত কাটাতে হচ্ছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল থেকে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, বালিয়াড়িতে ভিড় করেছে লাখো পর্যটক। বালিয়াড়ির সামনে নীল জলরাশিতেও মানুষের ভিড়। সবাই মেতেছেন বাধভাঙ্গা আনন্দ-উল্লাসে।

কিন্তু এই আনন্দে ফাটল ধরছে রুমের অভাবে। ভোলা থেকে আগত পর্যটক শাহিন বলেন, "গতকাল রাতে কক্সবাজারে এসে পৌঁছেছি। রাত থেকে এখনো রুম পাইনি। বাধ্য হয়ে সৈকতের চেয়ারে রাত কাটিয়েছি। রুম যখন পাচ্ছি না তাই বাধ্য হয়ে হয়ে চলে যাচ্ছি।"

শফিক নামে আরেক পর্যটক বলেন, "ভোরে পরিবারের সাত সদস্য নিয়ে কক্সবাজারে ভ্রমনে এসেছি। এখনো পর্যন্ত রুম পাইনি। কটেজে ২টি রুম পেয়েছি সেটি মানসম্মত না। উল্টো প্রতি রাত ১০হাজার করে খুঁজে। এখন বীচে পা ভিজিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।"

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, "সপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। হোটেল রুম খালি নেই।"

কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, "কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের আগমন হয়েছে। তাদের নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি।"


একজন পর্যটন বিশেষজ্ঞের মতে, কক্সবাজারের পর্যটন খাতের দ্রুত বৃদ্ধির সাথে সাথে হোটেল-মোটেলের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে। তিনি বলেন, "পর্যটকদের সুবিধার্থে আরো বেশি সংখ্যক মানসম্মত হোটেল নির্মাণ করা উচিত। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ