কক্সবাজারে সদর পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী আটক
//দামি মোটরসাইকেলে ঘুরাফেরা, ভিআইপি সেজে ছিনতাই
এরফান হোছাইন,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে চারজন সশস্ত্র ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জনাব মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশে জেলায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হচ্ছিল।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোররাতে কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়া দক্ষিণ ডিককুল পাকা রাস্তায় একটি ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে এবং তাদের কাছ থেকে দুটি ছোরা ও ছিনতাইকাজে ব্যবহৃত দুটি দামি মোটরসাইকেল উদ্ধার করে।
অভিযানে গ্রেপ্তারকৃত চার ছিনতাইকারী হলেন- আব্দুল জলিলের পুত্র আবিদ হাসান প্রকাশ মঞ্জুর আলম (২৪), মৃত মমতাজ উদ্দিনের পুত্র আলমগীর (২২), সিরাজুল হকের পুত্র জাহেদুল্লাহ (২৩) এবং মোঃ হোসেনের পুত্র মোঃ আরমান (২২)। এরা সবাই কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আবিদ হাসান এবং জাহেদুল্লাহকে এর আগেও চুরি ও ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আলমগীর এবং মোঃ আরমানের বিরুদ্ধে মাদকসম্পর্কিত একাধিক মামলা রয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান,
আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
কক্সবাজারে সাম্প্রতিক সময়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পুলিশের এই অভিযানে চারজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে, এখনও অনেক অপরাধী বের হয়ে থাকতে পারে। তাই পুলিশকে আরো বেশি সতর্ক থাকতে হবে বলে দাবি সচেতন মহলের।
0 মন্তব্যসমূহ