কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মেরিন ড্রাইভে ঘটে যাওয়া এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সাজিদ কবির। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পাস করেন এবং বর্তমানে ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনার সময় সাজিদের সাথে আরও একজন যুবক ছিলেন যিনি গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি খুব বেশি বেগে চলছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাজিদ মারা যায়। আহত যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান,
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সাজিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য যে, মেরিন ড্রাইভে দ্রুত গতিতে যানবাহন চালানো এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটছে। বিশেষ করে পর্যটকদের মধ্যে মোটরসাইকেল ভাড়া নিয়ে চালানোর প্রবণতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরো বেড়েছে।
0 মন্তব্যসমূহ