এরফান হোছাইন:
কক্সবাজারে র্যাব-১৫ এর একটি বিশেষ অভিযানে ৪টি দেশীয় এলজি, ১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড তাজা গুলি, ২৪ রাউন্ড গুলির খোসা এবং ৩টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (০৯ ডিসেম্বর) রাতে রামুর গর্জনিয়ার বড়বিল এলাকা থেকে এসব বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এগুলো স্থানীয় কোনো অপরাধী চক্রের।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান জানান, কক্সবাজার ও বান্দরবান জেলায় অপরাধ দমনে র্যাব নিরন্তর কাজ করে যাচ্ছে। এই অভিযানের মাধ্যমে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য হবে বলে তিনি আশা করেন।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতারের ঘটনাটির তদন্ত চলছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
র্যাব-১৫ এর সিও লে. এইচ এম সাজ্জাদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।
0 মন্তব্যসমূহ