নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন।
এই উপলক্ষে সোমবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ম্যারাথনটি ‘Run for Heroes of Our Victory’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে। মেরিন ড্রাইভ রোড ভাঙ্গার মুখ হতে ইনানী হোটেল বেওয়াচ পর্যন্ত মোট ২১ কিমি. সড়কপথে সকাল ৭ টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১১ টায়। এতে সাতজন বিদেশীসহ ৩০০জন পুরুষ ও নারী বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে।
এই আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, মাত্র ৩০০ জনের অংশগ্রহণের জন্য আয়োজন করা হচ্ছে, যা খুবই সীমিত। রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়েও অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।
সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি বলেন, "সব জনগণকে দেখানোর জন্য। এখানে হাজার হাজার রানার রেজিস্ট্রেশন করতে পারে নাই।" মনির হোসেন নামে আরেক ব্যক্তি বলেন, "ফাউল আয়োজন। যারা আয়োজক তাদের স্টাপই হবে ৩০০। হুদাই মানুষের সাথে মজা নিল।" রুহুল আমিন নামে আরেক ব্যক্তি বলেন, "এই রকম বাজে আয়োজন মনে হয় না সামনে আর হবে। এই কেমন আয়োজন রেজিস্ট্রেশন লিংক শেয়ার করার ৩০ মিনিটের মধ্যে আর লগিং করা যায়নি। এমন আয়োজন কে ঘৃণা ও ধিক্কার জানাই।"
আয়োজকরা জানিয়েছেন, প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করা হচ্ছে। সীমিত সময়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। আগামীতে এই ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা হবে।
একজন ক্রীড়া বিশ্লেষক বলেন, "এ ধরনের আয়োজন সফল করতে সুষ্ঠু পরিকল্পনা এবং যথাযথ প্রস্তুতির প্রয়োজন। আয়োজকদের উচিত ছিল আগে থেকেই পর্যাপ্ত প্রচারণা চালিয়ে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করে দেওয়া।"
0 মন্তব্যসমূহ