মহেশখালীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ: ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

 



চট্টগ্রাম ব্যুরো: 

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে চিংড়ি ঘেরের মালিকরা মিথ্যা চাঁদাবাজির মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগীরা দাবি করেছেন, স্থানীয় গ্যাং লিডার এনাম ও গিয়াস উদ্দিন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কালারমারছড়া আফজলিয়া পাড়াস্থ ব্যবসায়ীক অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আকতারোজ্জামান বাবু, আনিসুল ইসলাম ছোটন, শহিদুল ইসলাম রিপন, নজরুল ইসলাম বকুল এবং বোরহান উদ্দিন সহ অনেকেই।


ভুক্তভোগীরা জানিয়েছেন, গত ২৩ ডিসেম্বর এনাম ও গিয়াস উদ্দিন একটি মিথ্যা মামলা দায়ের করেছে যেখানে তারা অভিযোগ করেছে যে, ভুক্তভোগীরা তাদের কাছ থেকে চাঁদা দাবি করেছে এবং চিংড়ি ঘেরের কামার ঘর পুড়িয়ে দিয়েছে। কিন্তু সত্যি ঘটনা হল, কামার ঘরটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে।


ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, সরেজমিনে তদন্ত করে উক্ত মামলা থেকে তাদের প্রত্যাহার করার ব্যবস্থা গ্রহণ করতে।


এই ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা মনে করছেন, স্থানীয় গ্যাং লিডাররা নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে হয়রান করছে।


স্থানীয়দের দাবি, এই ঘটনায় প্রশাসনের দায়িত্ব রয়েছে। তাদের উচিত সরেজমিনে তদন্ত করে সত্য উদঘাটন করা এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ