লোহাগাড়ায় সাংবাদিক ও শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

 


এরফান হোছাইন, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাংবাদিকশিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনবিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিক সমাজ

আজ মঙ্গলবার  (২৪ ডিসেম্বর), সকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রায়হান সিকদার। এতে বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আবদুল খালেক এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাংবাদিক তাজ উদ্দিন।

বক্তারা বলেন, গত ১৯ ডিসেম্বর কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এক বিচার প্রার্থীকে মারধর করার প্রতিবাদ করায় দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এইচআর শহীদের উপর সন্ত্রাসী হামলা হয়। হামলাকারীরা মাসুমকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এবং তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার পরও তারা তাকে রাস্তার ওপর ফেলে রেখে যায়। হামলাকারীরা তার অ্যাপল ওয়াচ এবং মানিব্যাগও ছিনিয়ে নেয়।

তবে, এই হামলার চার দিন পরেও পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে পারেনি, এমনটাই অভিযোগ করেছেন সাংবাদিকরা। বক্তারা দাবি করেন, হত্যাচেষ্টার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানায়, অভিযুক্তদের বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, হামলার ঘটনার পরপরই পুলিশ মামলা গ্রহণ করে, কিন্তু গ্রেফতার না হওয়ায় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ