কক্সবাজারে অতিরিক্ত রুম ভাড়া নেওয়ায় দুই হোটেলকে জরিমানা
এরফান হোছাইন: কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত রুম ভাড়া নেওয়ার অভিযোগে দুটি হোটেলকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) কক্সবাজার জেলার হোটেল-মোটেল জোনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এর নের্তৃত্বে
এই অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুসারে লাইসেন্স না থাকায় এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে সেবামূল্য সংরক্ষণ ও প্রদর্শন না করে অতিরিক্ত রুম ভাড়া গ্রহণ করায় এই দুটি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় কক্সবাজার মডেল থানা পুলিশ ফোর্স এবং ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার ফোর্সের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, কক্সবাজারে পর্যটকদের সংখ্যা বৃদ্ধির সুযোগে অনেক হোটেল মালিকরা অতিরিক্ত রুম ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এই সমস্যা বেশি দেখা যায়।
0 মন্তব্যসমূহ