কক্সবাজারে গাড়ি চোর চক্রের মূল হোতা রুবেল আটক

 /দীর্ঘদিন ধরে কক্সবাজারে সক্রিয় ছিল চক্রটি



কক্সবাজার প্রতিনিধি : 

কক্সবাজার শহরে গাড়ি চুরির ঘটনা বেড়ে যাওয়ার মধ্যে পুলিশের অভিযানে গাড়ি চোর চক্রের মূল হোতা রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের সামনে থেকে একটি ইয়ামাহা ব্র্যান্ডের সেলেটু গাড়ি চুরি হওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে তদন্তে জানা যায়, এই চুরির সাথে জড়িত রয়েছে একটি সংঘবদ্ধ চোর চক্র।

পুলিশের বিশেষ তদন্তে জানা যায়, চুরি হওয়া গাড়িটি চালিয়ে চক্রের মূল হোতা রুবেল গাড়িটি জেলা পরিষদের এলাকায় নিয়ে যায় এবং সেখান থেকে তার সহযোগী তাসফিক আহমেদ চৌধুরী গাড়িটি বাশখালী নিয়ে যায়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, রুবেল খুরুশকুল পালপাড়ায় রুবেল এন্টারপ্রাইজ নামে একটি মেকানিকের দোকান চালায়। সে বিভিন্ন ধরনের যানবাহন মেরামতের পাশাপাশি গাড়ি চুরিতেও দক্ষ। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, রুবেল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের যানবাহন চুরি করে আসছিল।

গত ১৯ ডিসেম্বর পুনরায় কক্সবাজার শহরে একটি গাড়ি চুরির ঘটনা ঘটলে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে রুবেলকে শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, রুবেল একটি বড় গাড়ি চোর চক্রের সাথে যুক্ত ছিল এবং দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ আশপাশের এলাকায় সক্রিয় ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সে রাতে শহরের ইউনিয়ন হাসপাতালে গত ১৯  ডিসেম্বর জনতার হাতে আটক হয়। এবং রাত ১১ টার পরে এস আই হাবিবের নের্তৃত্বে পুলিশের একটি টিম এসে তাকে এরেস্ট করে থানায় নিয়ে যায়। 


এনিয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ ইলিয়াস জানান,  দীর্ঘদিন ধরে রুবেল একটি  সিন্ডিকেটের সাথে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে থানায় আটক করা হয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী মামলা রুজু করে তার সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতারের জন্যে পুলিশ চেষ্টা চালাচ্ছে।  এছাড়া তার বিরুদ্ধে বাদী সাজ্জাদ হোসেন একটি এজেহার জমা দিয়েছে। 


এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা পুলিশ প্রশাসনের কাছে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ