কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭টি মামলায় সাজাপ্রাপ্ত এবং মোট ১৪ টি মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ নভেম্বর রাতে কক্সবাজার সদর মডেল থানাধীন রুমালিয়ারছড়া এলাকা থেকে এই অভিযান চালিয়ে
কক্সবাজারের উত্তর রুমালিয়ারছড়ার মৃত ছৈয়দ হোসাইন চৌধুরীর পুত্র আসামি মো. ইমাম হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৭টি সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ