মদ ভেবে ক্যামিকেল খেয়ে মাদক নির্মূল কমিটির সদস্যের মৃত্যু, গুরুতর অসুস্থ অনেকেই

 


নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। সাগরে মাছ ধরতে গিয়ে ১০-১২ জন জেলে কুড়িয়ে পাওয়া  বোতল মদ ভেবে ক্যামিকেল খেয়ে ফেললে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

আজ ২২ নভেম্বর শুক্রবার বড় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, গত দুই দিন আগে মহেশখালীর কয়েকজন জেলে সাগরে বোট নিয়ে মাছ ধরতে যায়। সাগরে কুড়িয়ে পাওয়া একটি বোতলকে মদ ভেবে তারা সবাই মিলে পান করে। কিন্তু পরে জানা যায়, বোতলে মদ নয়, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছিল। এই ঘটনায় বড় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি মহেশখালীর মাদক নির্মূল কমিটির একজন সদস্যও ছিলেন।

এছাড়া আবু সুলতান নামে আরেকজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আরও কয়েকজন জেলে এই ক্যামিকেল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে হাফিজুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাফিজুল হকের ভাই জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরও রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের পরিবারের সদস্যরা চিন্তিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ