
মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক, যেখানে জাপান বিনিয়োগ করবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পসহ আরও তিনটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার সহজ শর্তের বিদেশি ঋণযুক্ত প্রকল্পে বেশি গুরুত্ব দিচ্ছে। চারটি অনুমোদিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪,৫০০ কোটি টাকা, যার ৬৫% বৈদেশিক ঋণ দিয়ে মেটানো হবে।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১১,৫৬০ কোটি টাকার কালুরঘাট রেল-কাম-সড়ক সেতু এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের ব্যয় ৬,৫৭৪ কোটি টাকা বাড়ানো হয়েছে, যা ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হবে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, জাপানের সহজ শর্তে ঋণ নিয়ে প্রকল্পটি শুরু করা হয়েছে, যা ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার বিদেশি মুদ্রার সরবরাহ বাড়াতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে সহজ শর্তের ঋণযুক্ত প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারি বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার লক্ষ্যে সরকারি গাড়ির ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হবে।
0 মন্তব্যসমূহ