প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
রিপাবলিক বাংলা কক্সবাজার প্রতিনিধিঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহৃত এক কিশোরীকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারী রোহিঙ্গা যুবক মোহাম্মদ শাহকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শাহ উখিয়ার কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের জুবায়ের আহমদের ছেলে।
র্যাব জানায়, তারা জানতে পারে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের শিকার হওয়ায় গতকাল শনিবার (২৫ অক্টোবর) কক্সবাজার জেলার রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। তারপরই গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১৫।
র্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, র্যাব-১৫ এর একটি আভিধানিক দল গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার পৌরসভাস্থ বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা গেছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ শাহ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই কিশোরীকে প্রথমে প্রেমের ফাঁদে এবং পরে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করার কথা স্বীকার করেছে।
উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার হওয়া যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ