উখিয়ায় এনজিওর দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: রহস্যজনক ঘটনা

এরফান হোছাইনঃ


কক্সবাজারের উখিয়ায় একটি এনজিও সংস্থার দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 
 মঙ্গলবার  ( ৮ অক্টোবর)  সকালে উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

 নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মেহেরাব হোসেন (৩০) ও হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)। তারা দুইজনেই কক্সবাজারের উখিয়ায় অবস্থিত আরটিএম ইন্টারন্যাশনাল নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। 

 উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। 

 এই ঘটনায় স্থানীয়রা বিভিন্ন ধরনের অনুমান করছেন। কেউ কেউ বলছেন, দুজনের মধ্যে কোনো বিরোধ ছিল। আবার কেউ কেউ বলছেন, কাজের চাপ বা অন্য কোনো কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। 

 পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং সত্যতা উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। এনজিও কর্তৃপক্ষের সাথেও কথা বলা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ