দিনমজুরের জমি দখলের চেষ্টার অভিযোগ আ'লীগ নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে
কক্সবাজার প্রতিনিধি:
ঈদগাঁওয়ে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দিনমজুরের জমি জবরদখল চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী দিনমজুরের ঘরবাড়ি ভেঙে দিয়ে জমি দখলের চেষ্টা করে।
ভুক্তভোগী মোহাম্মদ রশিদ জানান, আওয়ামী লীগ সমর্থিত বিকাশ এমপি কমলের সাথে সুসম্পর্ক থাকায় জাহাঙ্গীর আলম মামলা-হামলা, হুমকি-ধমকি দিয়ে গত ১৫ বছর ধরে তাকে হয়রানি করে আসছেন। সম্প্রতি স্বৈরাচার সরকার পতনের পরও জাহাঙ্গীরের দাপট কমেনি। শতাধিক সন্ত্রাসী ভাড়া করে তিনি রশিদের ভিটে-জমিতে প্রকাশ্যে হামলা চালিয়ে ঘিরা-বেড়া কেটে ফেলে এবং রূপনকৃত ফসল নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় রশিদ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী রমিজ আহমেদ জানান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অর্ধ শতাধিক সন্ত্রাসী নিয়ে হঠাৎ ভিটে জমিতে হামলা করে, জবর-দখলের চেষ্টা চালিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ইতিপূর্বে বিভিন্ন শালিশী বৈঠক অনুষ্ঠিত হলেও ক্ষমতার দাপটে সিদ্ধান্ত মেনে নেয়নি আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম। স্বৈরাচার পথনের পরও আওয়ামীলীগের এমন দাপট খুবই দুঃখজনক।
এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন, জমি জবরদখল এর খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ আছে যে- বিগত ১৬ বছর আওয়ামীলীগের ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, পুলিশকে ব্যবহার করে আটক-ছাড় বাণিজ্য, গায়েবি মামলার আসামী করার নামে টাকা আদায় ও বনবিভাগের জায়গা জবর-দখল, জাতীয় ও স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে গেছেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম। সে ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দেরঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ইতিপূর্বে ধর্ষণ, বনবিভাগের জমি জবরদখলসহ একাধিক অভিযোগে মামলা ছিল।
0 মন্তব্যসমূহ