বউদের কিছু কমন ডায়লগ

 


বউদের কিছু কমন ডায়লগ-

১) আমি ছাড়া তোমার মতো লোকের সাথে কেউ ঘর করতে পারতো না।


২) আমি বলে তাই এখনো রয়ে গেছি তোমার সাথে। অন্য কেউ হলে কবেই চলে যেতো।


৩) আমার কত ভালো ভালো সম্বন্ধ এসেছিলো জানো? নেহাত তোমাকে ভালোবাসতাম বলে সব 'না' করে দিয়েছিলাম। এখন পস্তাচ্ছি।


৪) পুরুষমানু্ষ ঢের ঢের দেখেছি, তোমার মতো অপদার্থ কাউকে দেখি নি৷


৫) তোমার মতো এত ভুলো লোকের বিয়ে করাই উচিত হয় নি৷ উচিত ছিলো একা একা মেসে থেকে জীবন কাটানো।


৬) জগতের সব কিছু মাথায় থাকে, শুধু বাজার থেকে পাঁচটা জিনিস আনতে দিলে তার তিনটেই মাথায় থাকে না, তাই না?


৭) শোনো, বেশী উড়ো না বুঝলে তো। তোমার ডানা ছাঁটতে আমার দু মিনিটও সময় লাগবে না।


৮) অন্য মহিলাদের প্রতি খুব ইন্টারেষ্ট দেখছি যে তোমার !


৯) আমার বাবা দাদাও পুরুষ মানুষ। কিন্তু তারা কত কর্মঠ আর কত হিসেবী। আর তোমার মতো অপদার্থ লোকই বেছেবেছে জুটলো আমার কপালে।


১০) তোমার হম্বিতম্বি আমার জানা আছে। যত চোটপাট বাড়িতে বউয়ের উপর, বাইরে তো ভিজে বেড়াল।


১১) চললাম আমি বাপের বাড়ি৷ থাকো তুমি তোমার বন্ধুবান্ধব আর ফোন নিয়ে।


১২) এতক্ষন যেখানে ছিলে রাতের খাবারটাও সেখান থেকেই খেয়ে আসতে পারতে৷ কেন, কিছু জুটলো না সেখানে বুঝি?


১৩) শোনো, পরিষ্কার বলছি, বন্ধুবান্ধব নিয়ে এরকম যখন তখন বাড়িতে আসর বসানো চলবে না। আর যদি করতেই হয়, খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসবে।


১৪) খবরের কাগজ মুখস্ত করা শেষ হলে জানিও, একটু বাজারে গিয়ে আমাকে কৃতার্থ করতে হবে।


১৫) যত পচা ধ্বসা সবজি আর মাছ কি দোকানদাররা তোমাকেই গছায়? আর লোক পায় না?


১৬) যেমন বাবা তেমনি হয়েছে তার ছেলে। তোমাদের এটা বংশের দোষ।


১৭) যত বয়স বাড়ছে তত নোলা বাড়ছে। কিছু হলে কিন্তু আমি ডাক্তার ডাকতে পারবো না বলে দিলাম৷


১৮) থাক থাক তোমার কত মুরোদ আমার জানা আছে ।🤔


১৯) আমি ছিলাম বলে এ যাত্রায় বেঁচে গেলে,না হলে কি যে হোতো 🤔


 সমাধান __  চোখ কান বুজে সহ্য করতে হবে, শুনতে হবে কখনো না শোনার ভান ধরে থাকতে হবে, কিছু করার নেই এটা তাদের অভ্যাস বংশ পরম্পরায়, স্বামীর সাথে না পারলে এরা কড়াইয়ের সাথে খুন্তি দিয়ে পিটিয়ে ওদের আত্মার শান্তি পায়,কড়াই খুন্তি পর্যন্ত ছাড় দেয়না 😀😄😄😇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ