এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ইনানী বীচে এক পর্যটকের হারিয়ে যাওয়া মালামাল উদ্ধারে নিরাপত্তা ও সহযোগিতার নিদর্শন স্থাপন করেছে ট্যুরিস্ট পুলিশ।
গত ২৯ অক্টোবর কুমিল্লা থেকে ঘুরতে আসা হাসান মাহমুদ (১৮) এর হারিয়ে যাওয়া ব্যাগ ও মালামাল দুই দিনের অভিযানের পর আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হাসান মাহমুদ ও তার বন্ধুরা ইনানী বীচে ঘুরতে আসার সময় ভাড়া করা অটোতে ব্যাগটি রেখে যান। পরে অটো ড্রাইভারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা হতাশ হয়ে পড়েন। তখন তারা সাহায্যের জন্য ট্যুরিস্ট পুলিশের দ্বারস্থ হন।
ট্যুরিস্ট পুলিশের এসআই সামাদ তৎক্ষণাত তদন্ত শুরু করেন এবং প্রযুক্তিগত সহায়তায় অটো ড্রাইভারের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। দুই দিনের অভিযানের পর অটো ড্রাইভার ব্যাগসহ ইনানী বিচে ট্যুরিস্ট পুলিশের অফিসে হাজির হয়।
হাসান মাহমুদ কুমিল্লায় ফিরে যাওয়ায় তার পরিচিত একজন বীচ কর্মীর মাধ্যমে ব্যাগটি হস্তান্তর করা হয়। ব্যাগ ফিরে পেয়ে হাসান মাহমুদ অত্যন্ত খুশি হন এবং ট্যুরিস্ট পুলিশের এই দক্ষতার প্রশংসা করেন।
কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, পর্যটকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা ট্যুরিস্ট পুলিশের প্রধান দায়িত্ব। হাসান মাহমুদের ঘটনাটি এই দায়িত্ব পালনের একটি উদাহরণ।
0 মন্তব্যসমূহ