আরবিন ডেস্ক:

কক্সবাজার সদর থানার পি.এম খালী ইউনিয়নে এক ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ অক্টোবর বিকাল ৩:১৫ টার দিকে কক্সবাজার সদর থানাধীন পি.এম খালী ইউনিয়নের পরানিয়া পাড়াস্থ আসামীর দোকানের সামনে রাস্তার উপর এই ঘটনা ঘটে।
মোহাম্মদ ইদ্রিছ নামে এক ব্যবসায়ী তার ব্যবসায়িক কাজে এলাকায় গিয়েছিলেন। এ সময় পি.এম খালী ইউনিয়নের পরানিয়া পাড়ার আয়াছ আলমের পুত্র জহির আলম ও আরেক পুত্রসহ অজ্ঞাত কয়েকজন অস্ত্র ঠেকিয়ে তাকে গতিরোধ করে এবং তার কাছ থেকে ৫০,৭০০ টাকা ছিনিয়ে নেয়।
এছাড়াও, আসামীরা ইদ্রিছকে হুমকি দিয়ে বলে যে, এই এলাকায় যত হত্যা-খুন হয়েছে সব তার ইশারায় হয়েছে এবং এই ঘটনায় কোন মামলা-মোকদ্দমা করলে তাকে জানে মেরে ফেলবে এবং ঐ এলাকার তার পণ্যবাহী গাড়ি দেখিলে লুট করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,
ইদ্রিছকে অতর্কিতে আক্রমণ করে আসামীরা। ওই ব্যবসায়ীর কাছ থেকে শুধু টাকা নয়, দামি মোটরসাইকেল এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।
পরে ইদ্রিছের পকেটে থাকা অর্ধলক্ষ টাকা দেখে তা ছিনিয়ে নেয়। ইদ্রিছ বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তারা ইদ্রিছকে হুমকি দিয়ে বলে, যদি কেউ কিছু জানায় তাহলে তার জীবনের জন্য ভয় করতে হবে।
পিএমখালীর স্থানীয় ইউপি মেম্বার মোঃ আলম জানান, ঘটনার সময় তিনি কক্সবাজার শহরে ছিলেন। বিষয়টি জানার পরে এলাকায় এসে সরজমিনে তদন্ত করে দেখা গেছে, ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনাটি সত্য। তিনি বলেন, "একদল সন্ত্রাসী কায়দায় ব্যবসায়ীকে মারধর করেছে এবং তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা।"
তিনি আরো জানান, এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুল আজিম নোমান জানান, তারা ইতিমধ্যে এ বিষয়ে অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, "আমাদের একটি টিম এই ঘটনাটি নিয়ে কাজ করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
ওসি আরও বলেন, "ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সদর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। আমরা দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করব।"
সম্প্রতি কক্সবাজারে ছিনতাই, মারামারি সহ বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা বেড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশকে এসব অপরাধ দমনে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
0 মন্তব্যসমূহ