সিন্ডিকেট ভেঙে চাষিরা সরাসরি বাজারে: সস্তায় সবজি বিক্রি

আরবিএন২৪ রিপোর্ট:


সিন্ডিকেটের দাপট ভেঙে চাষিরা নিজেরাই সরাসরি বাজারে নামতে শুরু করেছেন।
আজ বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের বহদ্দারহাট পুকুর পাড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়েছে। আল হাজ্জ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এই সরাসরি বাজারে চাষিরা তাদের উৎপাদিত সবজি সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করবেন।

প্রথম দিনের জন্য নির্ধারিত সবজির দাম হলো: লাউ ১৭ টাকা, পেঁপে ২৫ টাকা, শসা ৩৭ টাকা, চিচিঙ্গা ৩৮ টাকা, মিষ্টি কুমড়া (কাঁচা) ৪৫ টাকা এবং কিরা ৩০ টাকা। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এই দামে কোনো ধরনের মুনাফা নেওয়া হবে না। শুধুমাত্র গাড়িভাড়া ও লোড-আনলোডের খরচ যুক্ত হবে।

চাষিরা যদি এই উদ্যোগে অংশগ্রহণ করতে চান তাহলে ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তাকে 01841040544 নম্বরে যোগাযোগ করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ