কক্সবাজারে জিয়াবুল হক জিয়ার ক্যাডার গ্রেফতার, স্থানীয়রা স্বস্তিতে

 


 আরবিএন২৪ প্রতিনিধি: কক্সবাজারের চৌফলদন্ডী ইউনিয়নে ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জিয়াবুল হক জিয়ার ক্যাডার বাহিনীর এক সদস্যকে র‌্যাব-১৫ গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর  রাত ১১ঃ৫০ মিনিটে সদর থানার উত্তর মাঝেরহাট এলাকা থেকে সোহেল আহমদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সোহেল আহমদ জিয়াবুল হকের সঙ্গে মিলে নিরীহ মানুষদের জমি দখল ও মারধরের মতো অপরাধে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

জিয়াবুল হক জিয়া স্থানীয়ভাবে ভূমি দখলকারী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। র‌্যাবের এই অভিযানে স্থানীয়রা স্বস্তি অনুভব করেছেন।

র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, জিয়াবুল হক জিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। গ্রেফতারকৃত সোহেল আহমদকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। #RepublicBanglaNews

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ