কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 নিজস্ব প্রতিবেদক :



'করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (৫ জুন), সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের সভাপতিত্বে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের শহীদস্মরণী সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেষ হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। 


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,

কক্সবাজার সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মহিউদ্দীন আলমগীর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবুল হাসেম ,কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল হক,নেকম এর উপ-প্রকল্প  পরিচালক ড. শফিকুর রহমানকসহ কক্সবাজার জেলার পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ