ঈদুল আজহায় ৯ দিনের ছুটি চবিতে

পূর্বকোণ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী রবিবার (১৬ জুন) থেকে সোমবার (২৪ জুন) পর্যন্ত নয়দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহের ছুটি ১৬ থেকে ২৩ জুন পর্যন্ত। মঙ্গলবার (১১ জুন) চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে ‘পবিত্র ঈদ-উল-আযহা’ উপলক্ষ্যে আগামী ১৬ জুন (রবিবার) হতে ২৪ জুন (সোমবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। অপরটিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে ‘পবিত্র ঈদ-উল-আযহা’ উপলক্ষ্যে আগামী ১৬ (রবিবার) হতে ২৩ জুন (রবিবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। ঈদুল আজহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ