কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টিকটকারদের সাথে এক মিলনমেলায় অংশগ্রহণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। সেখানে তিনি টিকটকারদের নির্বাচনী প্রচারণায় সাহায্যের কথা স্বীকার করেছেন এবং তাদের এই ঋণ তিনি কখনো শোধ করতে পারবেন না বলে জানান। এছাড়া তিনি কক্সবাজারে দক্ষ টিকটকার তৈরি করতে তিনি অর্থ বরাদ্দের ঘোষণা দেন।
গত শুক্রবার (৩১ মে) বিকেলে কক্সবাজারের একটি কমিউনিটি সেন্টারে কক্সবাজার টিকটক পরিবার ব্যানারে টিকটকারদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সেখানে কক্সবাজারসহ বিভিন্ন এলাকার শতাধিক টিকটকার উপস্থিত ছিলেন।
হুইপ কমল টিকটাক প্ল্যাটফর্মটি কীভাবে ইতিবাচক কাজে লাগানো যায়, সে বিষয়েও তার মতামত দিয়েছেন। তিনি টিকটকারদেরকে এমন সামগ্রী তৈরি করতে উৎসাহিত করেছেন যা সমাজের উপকারে আসবে। যেমন, ছেলেমেয়েদের বেকারত্ব দূর করা, ধর্মীয় মূল্যবোধ জাগানো, মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি করা, বাংলাদেশের সংস্কৃতি লালন করা, সাহিত্য ও কবিতার প্রতি আগ্রহ জাগানো এবং বিজ্ঞানের নতুন আবিষ্কার সম্পর্কে মানুষকে অবহিত করা।
এছাড়াও, হুইপ কমল টিকটকারদের কেবল বিনোদনের উদ্দেশ্যে না, বরং জীবিকার উপার্জনের মাধ্যম হিসেবেও টিকটক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তিনি অনলাইন মার্কেটিংয়ের গুরুত্ব উল্লেখ করে টিকটকারদেরকে এই ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য উৎসাহিত করেছেন। এ লক্ষ্যে তিনি টিকটকারদের জন্য একটি উপদেষ্টামণ্ডলী গঠনের প্রস্তাব দিয়েছেন, যেখানে তিনি নিজে এবং টিপু সুলতানকে সদস্য হিসেবে রাখার কথা বলেছেন।
হুইপ কমল তার বক্তব্যে ঐক্যের গুরুত্বের ওপরও জোর দিয়েছেন। তিনি বলেছেন, ঐক্য ছাড়া স্বাধীনতা, নিরাপত্তা এবং সমস্যা সমাধান করা কঠিন হয়ে পড়ে। তিনি কক্সবাজার জেলার টিকটক পরিবারের সদস্যদের এক জায়গায় এসে এই মিলনমেলা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এটিকে তিনি ঐক্যের একটা দারুণ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
0 মন্তব্যসমূহ