উপজেলা নির্বাচনে হেরে গেলেন কক্সবাজার জেলা আ'লীগের সভাপতি ও সেক্রেটারি

এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধিঃ


গত ৮ মে ( বুধবার)  অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে হেরে গেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। কুতুবদিয়া উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি এই উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে তৃতীয় হয়েছেন (প্রাপ্ত ভোট ৩৭৪৬ ভোট)। এই উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ভাতিজা হানিফ বিন কাশেম (প্রাপ্ত ভোট ২৭৩৯৪ ভোট)। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আনারস প্রতীকের আছহাব উদ্দিন (প্রাপ্ত ভোট ৫৫২২ ভোট)। 

অপরদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র  মুজিবুর রহমান কক্সবাজার সদর উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।  তার আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ২৬ হাজার ৫৫।
তার প্রতিদ্বন্দ্বি বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার   ৮ হাজার ৯১৯ ভোটের ব্যবধানে মুজিবুর রহমানকে পিছনে ফেলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে,  তাদের মধ্যে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে ইয়ার এম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ