নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের জেল গেইট এলাকার নোঙ্গরের সামনে মাহবুবর রহমানের বসতঘরে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলায় চালিয়ে বাড়িঘর ভাংচোর করে সিমানা ভাউন্ডারী দেওয়াল গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাহবুবর রহমান বাদি হয়ে এজাহার দায়ের করেছেন।
এজাহার সুত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে জেল গেইট এলাকার মৃত সোলতান আহাম্মদের ছেলে গিয়াস উদ্দিনের নেতৃত্বে, সাহাদত, নাছির, শাহজান আনসারী মৃত জালাল আহাম্মদের ছেলে জাহানগীর আলম, খোরশেদসহ ১০/১২ জনের অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ, পূর্ব পরিকল্পিতভাবে ওই হামলা চালায় বলে অভিযোগ করেন হোটেল তাজসেবার মালিক মাহবুবর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাহবুবর রহমান তার বাড়ির সিমানা নির্মান করলে, উল্লেখিত সন্ত্রাসীরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। এসময় ভোক্তভোগী মাহবুবর রহমান তাদের দাবীকৃত চাদাঁ দিতে অস্বীকৃত জানালে সন্ত্রাসীরা তার বাড়িঘরে হামলা চালায়। মাহবুবর রহমানের স্ত্রী জানান, অভিযোক্ত শাহজান আনসারী ও তার দলবল নিয়ে চলমান সদর উপজেলা নির্বাচনে, চেয়ারম্যান প্রার্থী মুজিব চেয়ারম্যানের আনারস মার্কার বেইজ কার্ড গলায় দিয়ে ওই হামলায় অংশ নেয়। এসময় তারা বাড়ির সিমানা দেওয়াল গুড়িয়ে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
এই ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমানের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ