মেরিন ড্রাইভ সড়কে বাইক এক্সিডেন্টে যুবলীগ নেতাসহ নিহত ২

 


এরফান হোছাইন,  কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
রোববার (১৯ মে) দুপুর ১টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন টেকনাফের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে বারিক্কা (প্রকাশ) কিরণ চাকমা (৪০)। তিনি হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।
অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ (পরিদর্শক) মো. সামিউদ্দিন জানান, দুপুরে কক্সবাজার-টেকনাফের বাহারছড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মো. সামিউদ্দিন আরও জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্তে সকল দিক বিবেচনা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ