এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি:
র্যাব-১৫ এর একটি দল টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
সোমবার (১৩ মে) বিকেলে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক নারীর নাম নুর ফাতেমা (২৬)। তিনি শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার আব্দুল আমিনের স্ত্রী।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা আব্দুল আমিনের বাড়িতে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুর ফাতেমাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানান, ঘরের খাটের নিচে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত রয়েছে। পরে তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, নুর ফাতেমা ও তার স্বামী আব্দুল আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছেন। তারা টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা দেশে এনে নিজেদের হেফাজতে মজুত করতেন। পরে স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।
জব্দকৃত মাদকসহ নুর ফাতেমাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
0 মন্তব্যসমূহ