টিকটক আসক্তির বলি স্বামী, ডিজেল ঢেলে আত্মহত্যার চেষ্টায় মৃত্যু!

 


এরফান হোছাইন,  কক্সবাজার প্রতিনিধি:

বেপরোয়া জীবনযাপনকারী স্ত্রী রেশমাকে ঠেকাতে না পেরে হতাশায় ডিজেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুমিল্লার তুহিন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।


কুমিল্লার তুহিন ও মহেশখালীর কুতুবজোম অফসোর হাই স্কুলের দপ্তরি দৈলারপাড়ার ফারুকের মেয়ে রেশমী দীর্ঘদিন আগে প্রেমে বিয়ে করেছিলেন। তাদের সংসারে দুই সন্তানও রয়েছে।


বিয়ের পর থেকেই রেশমীর অনিয়ন্ত্রিত আচরণ শুরু হয়। দিনকে দিন বেপরোয়া হয়ে উঠেন তিনি। অনলাইন জগতের আকর্ষণে টিকটকে জড়িয়ে পড়েন রেশমী। তার এই আসক্তি দম্পতির মধ্যে ক্রমশ দূরত্ব তৈরি করে।


এক পর্যায়ে রেশমী তুহিনকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। অপমান সহ্য করতে না পেরে হতাশায় তুহিন শশুরবাড়ীতে এসে দোকান থেকে ডিজেল কিনে নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।


গুরুতর আহত অবস্থায় তুহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মৃত্যুবরণ করেন।


তুহিনের পরিবার রেশমীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


সচেতন মহল জানান, এই ঘটনা আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা। পরিবারে কোন সমস্যা দেখা দিলে ধৈর্য ধরে বসে সমাধানের চেষ্টা করা উচিত। আবেগের বশে হতাশায় পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কখনোই সমাধান নয়।


 টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ব্যক্তি ও পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে। সন্তানদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকা উচিত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ