কক্সবাজারে স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

 

পরীক্ষা হলে পরিদর্শকবৃন্দ'রা

 নিজস্ব প্রতিবেদক :-

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ ( বাগীশিপ) এর স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা লিখিত পরীক্ষা।

গত শুক্রবার( ৫ এপ্রিল) দুপুর ২টার সময় কক্সবাজার শহরের ঘোনা পাড়া, বিবেকানন্দ বিদ্যা নিকেতন স্কুলে এই প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা স্বর্ণ পদক গীতা প্রতিযোগিতা লিখিত পরীক্ষা  উদযাপন কমিটির নেতৃত্ববৃন্দরা জানান, ক খ ও গ বিভাগের তিন কাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতি বিভাগে তিন জন করে মোট ৯ জন নিয়ে আগামী মাসের ১৮ তারিখে চট্টগ্রাম জেম সন হলে বিভিন্ন জেলার প্রতিযোগিদের প্রতিযোগিতার মাধ্যমে  বিজয়ীদের দেওয়া হবে এই স্বর্ণ পদক গীতা পুরষ্কার।

বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কক্সবাজার জেলা শাখার আয়োজনে সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয় এই লিখিত পরীক্ষা। 

পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি- উজ্জ্বল কর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি-অ্যাডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু, সহ-সভাপতি ডা. চন্দন কান্তি দাশ, কাউন্সিলর রাজ বিহারী দাশ,কক্সবাজার সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি- অ্যাডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক -সাংবাদিক বলরাম দাশ অনুপম, শহর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, গীতা শিক্ষা পরিষদ কক্সবাজার জেলার উপদেষ্টা তপন দত্ত, বাগীশিপ-কক্সবাজার জেলার আহবায়ক সেবক পাল, স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা লিখিত পরীক্ষা উদযাপন কমিটির আহবায়ক তুষার ধর, সদস্য সচিব প্রদীপ মহাজন, মৃদুল মল্লিক,  স্বপন শর্মা, টিটু বণিক, ভুবন আচার্য্যসহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ