মুক্তিপণের ৪ লাখ টাকা উদ্ধার সহ অপহরণে জড়িত গ্রেপ্তার ১৭

 



নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার, ৩১ মার্চ:

টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহকে ২১ দিন পর উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও মুক্তিপণের ৪ লাখ টাকা, অপহরণে ব্যবহৃত সিএনজি এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


গত ৯ মার্চ দুপুর ১২টার সময় টেকনাফের হ্নীলার পূর্ব পানখালী এলাকা থেকে অপহৃত হয় ছোয়াদ। সে টেকনাফের পূর্ব পানখালী এলাকার আবু হুরাইরা (রাঃ) মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।

অভিযান:

অপহরণের পর ছোয়াদের মা টেকনাফ মডেল থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন অভিযান চালায়।


পুলিশের অভিযানে অপহরণের ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে অপহরণের মূল পরিকল্পনাকারী আনোয়ার সাদেকের স্ত্রী আয়েশা বেগম, ছোয়াদের ভাড়াটিয়া পুরাতন রোহিঙ্গা নাছের, মাজুমার নেতৃত্বে উম্মে সালমা, শাহীন এবং সিএনজি ড্রাইভার নাসির আলম।


অপহরণকারীরা ছোয়াদের মুক্তির জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করার হুমকিও দেয়।


পুলিশের অভিযানে ছোয়াদকে মহেশখালী কালারমারছড়া পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণের ৪ লাখ টাকা, অপহরণে ব্যবহৃত সিএনজি এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ