মুক্তিদয়া তারুণ্যে এসোসিয়েশনের আত্মপ্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি:- আর্থিক সামাজিক ও সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে কক্সবাজার আত্মপ্রকাশ করল মুক্তিদয়া তারুণ্যে এসোসিয়েশন নামের একটি সংগঠনের। 

 গত শুক্রবার, (১ মার্চ) রাত ৮ টার দিকে কক্সবাজার সদরের, খুরুশকুল উত্তর হিন্দু পাড়াস্হ ( টাইম বাজার ) এসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির সকলের সম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট পরিচালক পর্ষদ গঠন করা হয়। 

 পরিচালনা পর্ষদের অন্তর দে (বিশাল)কে সভাপতি, রাজীব দে কে সাধারণ সম্পাদক ও টিপু দাশ কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এইসময় উপস্থিত ছিলেন মুক্তিদয়া তারুণ্যে এসোসিয়েশন কর্মকর্তা ছোটন দে, সজল দে, বিকাশ দে, বিপ্লব কান্তি দে, অভি দেসহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ