এরফান হোছাইন-
কক্সবাজারের রামুর দেড়শ বছরের পুরাতন একটি বৌদ্ধ বিহারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, রামু চেরাংঘাটা রাখাইন সম্প্রদায়ের উসাইন (বড় ক্যং) বৌদ্ধ বিহারের সিঁড়িতে আগুন দেখে বিহারের অধ্যক্ষ চেইন্দা মহাথের আশেপাশের মানুষকে দ্রুত খবর দেন। পরে স্থানীয় মানুষ ফায়ার সার্ভিসে কল দিলে তারা এসে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে বিহারের আসবাবপত্র, সিঁড়ি সহ বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে বিহারের মূল অংশ অক্ষত রয়েছে।
রামুর বৌদ্ধ নেতা ও ইউ.পি সদস্য বিপুল বড়ুয়া আব্বু জানান, আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন। পরে কিছু অংশ পুড়ে গেছে দেখতে পান। তিনি আরও বলেন, আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এমন অমানবিক কান্ড ঘটাতে পারে। তাই প্রশাসনের কাছে বিচার কামনা করেন তিনি।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা এখনও নিশ্চিত করা যায়নি। বৌদ্ধ বিহার সহ আশেপাশের সব সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে, ঘটনা তদন্ত করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ