RBN ডেস্ক রিপোর্ট:
কলাতলী বিকাশ বিল্ডিং নামক এলাকায় Uno Cox's Bazar Sadar ও AC Land Cox'sbazar Sadar এর পাহাড়কাটা অভিযানে বিকেলে স্কেভেটর জব্দ করে ঝিলংজা ১নং ওয়ার্ডের মেম্বার Mohammad Younus Mup কে জিম্মায় দেন। ১২ ঘন্টার ব্যবধানে পাহাড়কেখো সহ ১৫/২০ জনের একটি সিন্ডিকেটে তাকে মারধর করে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ মেম্বার ইউনুছের।
তিনি জানান, স্কেভেটরটি ছিনতাই করে ডাম্পার যোগে বাংলাবাজার পিএমখালীর দিকে নিয়ে গেছে। জরুরী সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগীতা নিচ্ছেন।
উল্লেখ্য যে, গত ১৪ জানুযারিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, কক্সবাজার এর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের বিচারক আসাদ উদ্দিন মোঃ আসিফ স্বপ্রণোদিত হয়ে সেখানে মিস মামলা করেন। কলাতলীতে পাহাড় কাটার নের্তৃত্ব এ ছিলেন টুয়াকের সেক্রেটারি পাশা। পরে জেলা প্রশাসন দিনব্যাপী অভিযান চালান।
0 মন্তব্যসমূহ