কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা দর্শনার্থীদের ভীড়, বিক্রিও বেড়েছে দ্বিগুণ । ৮ ই ডিসেম্বর শুক্রবার প্রায় কয়েক হাজার লোকের সমাগম ঘটেছে। ছুটির দিনে সকাল থেকেই মেলায় যেমন মানুষের ঢল নেমেছে। তেমনি বিক্রি-বাট্টাও হয়েছে বেশি। আয়োজক ও ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মেলায় ছুটির দিনে সবচেয়ে বেশি ক্রেতা ও দর্শনার্থী আসে। আর এতে করে বিক্রিও অন্য দিনের তুলনায় দ্বিগুণ হয়।
শুক্রবার বিকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ছুটির দিন হওয়ায় সকাল থেকে মেলায় আসতে শুরু করেন ক্রেতা ও দর্শনার্থীরা। জুমার নামাজের পর ঢল নামে মানুষের। এতে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এর মাঝে বিভিন্ন স্টল ঘুরে নানা পণ্যের দরদাম করছেন ক্রেতারা ও খাবার দোকানেও ভীড়। স্টলগুলোতে ভিড়ের কারণে বিক্রেতাদের দম ফেলার সুযোগ নেই। কিছু কিছু স্টলে পা ফেলার জায়গা নেই। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা। এছাড়া কয়েকশত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।
শুক্রবার বিকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ছুটির দিন হওয়ায় সকাল থেকে মেলায় আসতে শুরু করেন ক্রেতা ও দর্শনার্থীরা। জুমার নামাজের পর ঢল নামে মানুষের। এতে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এর মাঝে বিভিন্ন স্টল ঘুরে নানা পণ্যের দরদাম করছেন ক্রেতারা ও খাবার দোকানেও ভীড়। স্টলগুলোতে ভিড়ের কারণে বিক্রেতাদের দম ফেলার সুযোগ নেই। কিছু কিছু স্টলে পা ফেলার জায়গা নেই। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা। এছাড়া কয়েকশত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।
0 মন্তব্যসমূহ