ঢাকা, ১৯ ডিসেম্বর - আলোচিত অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেল একাধিক মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। তিনি সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "রাসেল একাধিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। সব মামলার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।"
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. তরিকুল ইসলাম জানান, "রাসেলকে গতকাল সোমবার বিকেলে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।"
রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর র্যাবের হাতে গ্রেপ্তার হন। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেক মামলা হয়। শামীমা নাসরিন গত বছরের ৬ এপ্রিল জামিনে মুক্ত হলেও রাসেল কারাগারে ছিলেন।
রাসেলের জামিনে মুক্তি পাওয়ার খবরে ইভ্যালির গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে অনেকে তার জামিনে মুক্তি পাওয়ায় খুশি, অন্যদিকে অনেকে মনে করছেন, তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোর বিচারের আগেই তার জামিনে মুক্তি দেওয়ায় ন্যায়বিচারের প্রশ্ন উঠছে।
রাসেলের জামিনে মুক্তি পাওয়ার পর তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোর হাল কী হবে তা এখন দেখার বিষয়।
0 মন্তব্যসমূহ