খুরুশকুলে শুরু হয়েছে ঐতিহ্যবাহি রাস মহোৎসব

 


অন্তর দে বিশাল:

কক্সবাজার সদরের খুরুশকুলে শুরু হয়েছে ঐতিহ্যবাহি রাস মহোৎসব। 
গতকাল শনিবার (২৫ নভেম্বর) রাতে মহতি ধর্মসভার মধ্যে দিয়ে ৫ দিনব্যাপি এই মাঙ্গলিক অনুষ্ঠানের সূচনা হয়। 

সার্বজনীন শ্রীশ্রী রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নেপাল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। 

তিনি বলেন-এই রাস মহোৎসব হচ্ছে সাম্প্রতিক সম্প্রীতির ধারক ও বাহক। এই রাস মহোৎসবের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানের কাজ আরো একধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। 

ধর্মসভার উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী জগনাথানন্দ পুরী মহারাজ। ধর্মীয় আলোচক ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ অজিত দাশ, ইসকনের রাধা গোবিন্দ দাস, মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তী। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর, সাধারণ সম্পাদক বেন্টু দাশ, সহ সভাপতি উদয় শংকর পাল মিঠু, কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, রাস মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন পাল নাজির, অর্থ সম্পাদক মাস্টার পিকলুময় পাল। 

অনুষ্ঠান পরিচালনা করেন খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবলুময় পাল।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্তের সমাগম ঘটেছে।
আজ ২৬ নভেম্বর চলছে শুভ অধিবাস কীর্ত্তন। আগামীকাল ২৭ নভেম্বর রোজ সোমবার ও ২৮ নভেম্বর রোজ মঙ্গলবার চলবে হরিনাম মহানামযজ্ঞ । ২৯ নভেম্বর বুধবার ঊষালগ্নে হরিনাম মহানামযজ্ঞের পূর্ণহুতি ও বৈষ্ণব বিদায়ের মধ্যে দিয়ে শেষ হবে কক্সবাজারের খুরুশকুলের ঐতিহ্যবাহী রাস মহোৎসব। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ